Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উখিয়া উপজেলা শিক্ষা অফিসে আপনাকে স্বাগতম


এক নজরে

এক নজরে উখিয়াঃ

বর্তমান উপজেলার সমগ্র অঞ্চলটি গভীর জঙ্গলে পূর্ণ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর রেকর্ডপত্র “উখিয়া” শব্দের ব্যবহার ব্যাপকভাবে দেখা যায়। ইতোপূর্বে “উখিয়া” শব্দটি তেমন ইল্লেখযোগ্যভাবে আলোচিত হয়নি। সি এস রেকর্ডে “উখিয়া” নাম লিপিবদ্ধ করা হয়। ১৮১৪ খ্রিস্টাব্দে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির রেকর্ড-পত্রে উখিয়ার ঘাট শব্দের উদ্ভব। অনেকেই মনে করেন, “উখিয়া ঘাট” থেকে ঘাট শব্দ বাদ দিয়ে উখিয়া শব্দের উৎপত্তি।

উখিয়া উপজেলা কক্সবাজার জেলার দক্ষিণ পূর্ব দিকে অবিস্থত একটি উপজেলা। উখিয়া উপজেলার দক্ষিণে টেকনাফ উপজেলা,এবং পশ্চিমে ইনানী বীচ আর পূর্বে মায়ানমার অবস্থিত। উখিয়া উপজেলায় বন, পাহাড়, বীচ, সহ অনেক সুন্দর প্রকৃতিক দৃশ্য রয়েছে।

উপজেলার সীমানা:

উখিয়া কক্সবাজার জেলার একটি উপজেলা। উখিয়া উপজেলার দক্ষিণে টেকনাফ উপজেলা, পূর্বে নাফ নদী ও বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা, উত্তরে রামু উপজেলা ও পশ্চিমে বঙ্গোপসাগর। দক্ষিণে টেকনাফ উপজেলা সীমানা। উখিয়া 21.০৮ অক্ষাংশ থেকে ২১.২১ অক্ষাংশ । দ্রাঘিমাংশ ৯২.০৩ থেকে 93.12 পূর্ব দ্রাঘিমাংশ।


উখিয়া উপজেলা শিক্ষা ব্যবস্থার একমাত্র পরিচালক, ধারক ও বাহক হিসেবে উপজেলা শিক্ষা অফিস, উখিয়া এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। স্বাধীনতা পরবর্তী, প্রতিষ্ঠার পর থেকে এটি উপজেলায় শিক্ষার অবকাঠামো, গুণগতমান উন্নয়নসহ নিয়োগকৃত শিক্ষকদের মনিটরিং  এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে।

বর্তমানে উখিয়া   উপজেলায় ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে ৪৪৫ জন সহকারী শিক্ষক ও ৭৭ জন প্রধান শিক্ষক এবং  ২৬ জন দপ্তরি কর্মরত আছে।

উপজেলা শিক্ষা অফিসারকে সহায়তার জন্য নিয়োজিত আছেন দুইজন সহকারি  উপজেলা শিক্ষা অফিসার। এছাড়াও উপজেলা পর্যায়ে শিক্ষা বিষয়ক  প্রশিক্ষণ ত্বরান্বিত করার জন্য আছে   URC(Upzila Resource Centre)  উখিয়া।

উপজেলা পর্যায়ে শিক্ষার অধিকার  বাস্তবায়নের জন্য উপজেলা শিক্ষা  অফিস , উখিয়া অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

তাছাড়াও ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের উখিয়ায় আশ্রয় প্রদানের পর থেকে উখিয়া উপজেলা শিক্ষা অফিস - বাংলাদেশ সরকার এবং দেশি - বিদেশী এন.জি.ও গুলোর সাথে সমন্বয় করে রোহিঙ্গা শিশুদের  শিক্ষার অবকাঠামো ও মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। যা উপজেলা শিক্ষা অফিসার জনাব গুলশান আক্তারের সুদক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

ইতিমধ্যেই, রোহিঙ্গা শিক্ষা কার্যক্রম  ত্বরান্বিত  করতে অগ্রণী ভূমিকা পালন করাই জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো এর বাংলাদেশ বিষয়ক ঊর্ধ্বতন  কর্মকর্তা, আমেরিকার বাংলাদেশে নিযুক্ত  রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউনেসকো এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া এবং বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসি  কর্তৃক ভূয়সী  প্রশংসায় সিক্ত হন।